মণীশ ঘটক (৯-২-১৯০২ — ২৭-১২-১৯৭৯) বহরমপুর-মুর্শিদাবাদ। পৈতৃক নিবাস—নতুন ভারেঙ্গা-পাবনা। সুরেশচন্দ্ৰ। ডেপুটি ও পরে ম্যাজিষ্ট্রেট পিতারকর্মসূত্রে পূর্ববঙ্গের নানা জায়গায় তাঁর জীবন কেটেছে। কল্লোল যুগের খ্যাতনামা কবি-সাহিত্যিক। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ইনকাম ট্যাক্স কনসাল্ট্যান্ট হিসাবে যথেষ্ট সাফল্য অর্জন করেন। ১৯২৪ খ্রী. সাহিত্য জীবনে প্ৰবেশ করেন গল্পকার হিসাবে। প্ৰায় সমকালেই কবি হিসাবেও আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘শিলালিপি’। ‘যুবানাশ্ব’ ছদ্মনামে তিনি গল্প ও গদ্য রচনা করতেন। তাঁর গল্পগ্রন্থ ‘পটলডাঙ্গার পাঁচালী’, উপন্যাস ‘কনখল’ এবং আত্মজীবনীমূলক গ্ৰন্থ ‘মান্ধাতার বাবার আমল’। পাবলো নেরুদার কবিতা অনুবাদ করেছিলেন। ‘যদিও সন্ধ্যা’ ও ‘বিদুষী বাক’ তাঁর অপর দুটি কাব্যগ্রন্থ। ‘একচক্রা’ তাঁর শেষ কাব্যসংকলন। বহরমপুর থেকে ‘বর্তিকা’ নামে একটি লিটল ম্যাগাজিন তিনি আমৃত্যু সম্পাদনা করে গেছেন। চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক তাঁর অনুজ এবং সাহিত্যিক মহাশ্বেতা দেবী তাঁর কন্যা।
পূর্ববর্তী:
« মণীন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়
« মণীন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
মতি নন্দী »
মতি নন্দী »
Leave a Reply