বাণী বসু ১ (জন্ম ২৬ ফাল্গুন, ১৩৪৬ বঙ্গাব্দে) একজন বর্তমান ভারতীয় বাঙালি লেখিকা – উপন্যাস, প্রবন্ধ, কবিতা লেখেন, অনুবাদও করেন। একাধিক সাহিত্য পুরস্কার ও সম্মানে ভূষিতা বাণী বসু আশির দশক থেকেই সাড়া জাগানো জনপ্রিয়তার অধিকরিণী। তিনি বর্তমানে বিজয় কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা।
ইংরাজী সাহিত্যে স্নাতক (অনার্স) হবার পর কলকাতা বিশবিদ্যালয়ে ইংরাজী সাহিত্যে এম.এ. করেন (১৯৬২)। শিক্ষাস্থল প্রথমে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ তার পরে স্কটিশ চার্চ কলেজ।
বাণী ছাত্রী জীবন থেকেই নানা প্রবন্ধ, অনুবাদ গল্প ও কবিতা রচনায় পরদর্শীতার নজির রাখেন। প্রথম গল্প আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৮১তে। প্রথম উপন্যাস জন্মভূমি মাতৃভূমি প্রকাশিত হয় শারদীয়া আনন্দলোকে ১৯৮৭তে। কিন্তু তার আগেই তাঁর অনেক অনুবাদ প্রকাশিত ও আদৃত হয়েছে। তাঁর উল্লেখ্য অনুবাদগুলি হলঃ শ্রী অরবিন্দের সনেটগুচ্ছ (শৃণ্বন্তু), সমারসেট মমের সেরা প্রেমের গল্প (১৯৮০, ১৯৮৪, পকাশক: রূপা) ও এইচ ডি লরেন্সের সেরা গল্প (১৯৮৭, প্রকাশক: রূপা)।
পুরস্কার ও সম্মাননাঃ
তারাশঙ্কর পুরস্কার: ১৯৯১
আনন্দ পুরস্কার: ১৯৯৭
বঙ্কিম পুরস্কার: ১৯৯৯
রচিত উপন্যাসঃ
জন্মভূমি মাতৃভূমি
অন্তর্ঘাত
কিনার থেকে কিনারে
উত্তরসাধক
পঞ্চম পুরুষ
বৃত্তের বাইরে
দিদিমাসির জিন
মেয়েলি আড্ডার হালচাল
রাধানগর
অমৃতা
সূত্রঃ ৪
বাণী বসু ২ (১৯২৪ – ২-১-১৯৭৪) যশোহর। বরিশাল গর্ভনমেন্ট, স্কুলে পড়ার সময় ‘স্বাস্থ্যই সম্পদ এবং ‘ছাত্রী ও রাজনীতি’ প্ৰবন্ধ প্ৰতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম পুরস্কার লাভ করেন। প্রাইভেটে ম্যাট্রিক পাশ করে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ পরিচালিত গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষণ পরীক্ষায় ১৯৪৪ খ্রী. উত্তীর্ণ হন। ১৯৪৮ খ্রী. জাতীয় গ্রন্থাগারের কর্মী হিসাবে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কাজ করেন। ১৯৫০ খ্ৰী. বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সদস্য হন। গ্রন্থাগার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। ১৯৬৫ খ্রী. ‘বাংলা শিশু সাহিত্য গ্রন্থপঞ্জী’ প্ৰকাশ করেন। ‘গ্রন্থাগার’, ‘মডার্ন রিভিউ’ ও ‘বসুমতী’তে তাঁর গুরুত্বপূর্ণ প্ৰবন্ধাদি প্রকাশিত হয়েছে। টলস্টয়, গান্ধী, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ প্রভৃতি কয়েকজন মনীষীর পুস্তক-বিবরণী রচনা করেছিলেন।
Leave a Reply