নীহাররঞ্জন গুপ্ত (৬ই জুন, ১৯১১-১৯৮৬) একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি ছিলেন জনপ্রিয় রহস্য কাহিনীকার এবং চিকিৎসক।
জন্ম
১৯১১ সালের ৬ই জুন যশোরে জন্মগ্রহন করেন।
শিক্ষাজীবন
কলকাতায় কারমাইকেল মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি পাশ করেন। এছাড়া তিনি লন্ডন থেকে ডাক্তারিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।
কর্মজীবন
দ্বিতীয় মহাযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং মেজর পদে উন্নীত হন। এই চাকুরীর সূত্রে তিনি চট্টগ্রাম থেকে মিশর পর্যন্ত বিভিন্ন রণাঙ্গনে ঘুরে বহু বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন। এছাড়াও তিনি কলকাতার বিভিন্ন হাসপাতালে কাজ করেছেন।
সাহিত্যজীবন
তিনি বাংলা সাহিত্যে রহস্য কাহিনী রচনার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী লেখক ছিলেন। তাঁর গোয়েন্দা চরিত্র কিরীটি রায় বাংলা কিশোর সাহিত্যে এক অনবদ্য সংযোজন। বড়দের ও ছোটদের উভয় ধরনের রচনায় তিনি পারঙ্গম ছিলেন। মোট দুই শতাধিক গ্রন্থ তিনি রচনা করে গেছেন। উল্লেখযোগ্য রচনা গুলো হলোঃ
কালোভ্রমর
মৃত্যুবাণ
কালনাগ
উল্কা
উত্তরফাল্গুনী
হাসপাতাল
কলঙ্কিনীকঙ্কাবতী
লালুভুলু
রাতের রজনীগন্ধা
কিরীটি অমনিবাস
সূত্রঃ ৪
Leave a Reply