নারায়ণ গঙ্গোপাধ্যায় (১৯১৮ – ৬-১১-১৯৭০) বালিয়াডাঙ্গি-দিনাজপুর। আদিনিবাস বাসুদেবপাড়া-বরিশাল। আসল নাম তারকনাথ। প্ৰখ্যাত সাহিত্যিক ও খ্যাতিসম্পন্ন অধ্যাপক। ১৯৪১ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাশ করেন। বাংলা সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এম-এ পাশ করেন। বাংলা সাহিত্যে ছোটগল্প-বিষয়ে গবেষণামূলক কাজের জন্য ডি.ফিল উপাধি পান এবং প্রথমে সিটি কলেজে ও পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা-কর্মে ব্ৰতী হন। ছাত্রাবস্থায় কাব্য-রচনার মাধ্যমে সাহিত্য-সাধনা শুরু করেন। পরে গল্প, উপন্যাস, নাটক প্রভৃতি রচনা করে সাহিত্যক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখেন। সমালোচক ও সাংবাদিক হিসাবেও খ্যাতিমান ছিলেন। চল্লিশের দশকের প্রথমার্ধে তার তিনখণ্ডের উপন্যাস ‘উপনিবেশ’ সাহিত্য জগতের দৃষ্টি আকর্ষণ করে। ‘শনিবারের চিঠি’র নিয়মিত লেখক ছিলেন। বসুমতী পত্রিকা তাকে সংবাদ-সাহিত্যের প্রথম পুরস্কার প্রদান করে। শেষ-জীবনে সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় ‘সুনন্দ’ ছন্দনামে রচনা লিখতেন। কয়েকটি চলচ্চিত্রের চিত্ৰনাট্যও তিনি রচনা করেছিলেন। অন্যান্য উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘বীতংস’, ‘সূৰ্যসারথি’, ‘তিমিরতীৰ্থ’, ‘আলোর সরণি’, ‘শিলালিপি’, ‘বৈতালিক’, ‘ইতিহাস’, ‘একতলা’, ‘রামমোহন’ (নাটক), ‘ছোটগল্প বিচিত্রা’, ‘পদসঞ্চার’, ‘সম্রাট ও শ্রেষ্ঠী’, ‘অঙ্গুশ’, ‘সাহিত্য ও সাহিত্যিক’, ‘বাংলা গল্পবিচিত্ৰা’, ‘ ছোটগল্পের সীমারেখা’, ‘রবীন্দ্রনাথ’ প্রভৃতি। সাহিত্যিকদের অভিনীত তাঁর নাটক ‘ভাড়াটে চাই’ ও ‘আগন্তুক’ আলোড়ন সৃষ্টি করেছিল। বিভিন্ন উপলক্ষে রচিত তার বহু গান চলচ্চিত্রে ও রেকর্ডে গৃহীত হয়েছে। কিশোরদের জন্য রচিত ‘টেনিদা’র কীর্তিকাহিনী-সমন্বিত গল্পগুলি উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« নাদের
« নাদের
পরবর্তী:
নারায়ণ দাস, কবিরাজ »
নারায়ণ দাস, কবিরাজ »
Leave a Reply