তারকনাথ গঙ্গোপাধ্যায়, ডা. (৩১.১০.১৮৪৩ – ২২.৯.১৮৯১) বাগআচড়া–নদীয়া। মহানন্দ। লণ্ডন মিশনারী সোসাইটির কলিকাতা ভবানীপুরস্থ স্কুল থেকে ১৮৬৩ খ্রী. এন্ট্রান্স এবং ১৮৬৯ খ্রী. মেডিক্যাল কলেজ থেকে এল.এম.এস. পাশ করে অ্যাসিস্ট্যান্ট সার্জনরূপে সরকারী কাজে যোগ দিয়ে ২২ বছর ঐ কাজে নিযুক্ত থাকেন। ভ্যাকসিনেশন-সুপারিন্টেন্ডেন্ট-রূপে তিনি উত্তরবঙ্গে বিভিন্ন অঞ্চলে কাজ করার সময় লোকচরিত্র সম্বন্ধে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেন। ১৮৭৩ খ্রী. তার রচিত ‘স্বৰ্ণলতা’ উপন্যাস প্রধানত এই অভিজ্ঞতারই ফল। বঙ্কিমচন্দ্রের রোমান্সের প্রভাবমুক্ত হয়ে তিনি এই গ্রন্থে বাঙালী মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখ, ব্যথা-বেদনার অন্তরঙ্গ চিত্র এঁকেছেন। স্বদেশ ও সমাজ থেকে উপকরণ নিয়ে প্রথম সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব তারকনাথের। তাঁর পূর্বে প্যারিচাঁদ ‘আলালের ঘরে দুলাল’ উপন্যাসে সামাজিক চিত্ৰমাত্র অঙ্কিত করেছিলেন। ‘স্বৰ্ণলতা’র প্রথম খণ্ড রাজশাহীর শ্ৰীকৃষ্ণ দাস সম্পাদিত ‘জ্ঞানাঙ্কুর’ পত্রের প্রথম বর্ষে ধারাবাহিকভাবে প্ৰকাশিত হয়। তার বহু গল্প-প্ৰবন্ধাদিও এতে প্ৰকাশিত হয়েছিল। সরকারী কাজে যশোহরে অবস্থানকালে তিনি নিজে ‘কল্পলতা’ মাসিক পত্রিকা সম্পাদনা করেন। রচিত। অন্যান্য উপন্যাস ‘হরিষে বিষাদ’, ‘অদৃষ্ট’, ‘বিধিলিপি’ (অসমাপ্ত) ও ‘ললিত সৌদামিনী’-তেও লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায়। ‘স্বৰ্ণলতা’ অবলম্বনে অমৃতলাল বসুর নাটক ‘সরলা’ ১৮৮৮ খ্ৰী. ষ্টার থিয়েটারে প্রথম অভিনীত হয়ে জনপ্রিয়তা অর্জন করে।
পূর্ববর্তী:
« তারকদাস বন্দ্যোপাধ্যায়
« তারকদাস বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
তারকনাথ দাস »
তারকনাথ দাস »
Leave a Reply