জলধর সেন (১৩.৩.১৮৬১ – ১৫.৩.১৯৩৯) কুমারখালি-নদীয়া। হলধর। ১৮৭৮ খ্রী. কুমারখালি থেকে এন্ট্রান্স পাশ করে কলিকাতার জেনারেল অ্যাসেমব্লীজ ইনস্টিটিউশনে এল.এ. পর্যন্ত পড়েন। গোয়ালন্দ স্কুলে, দেরাদুনে এবং মহিষাদলে কিছুকাল শিক্ষকতা করেন। ‘গ্রামবার্তা’, ‘সাপ্তাহিক বসুমতী’, ‘হিতবাদী’, ‘সুলভ সমাচার’ প্রভৃতি সাময়িক পত্রিকার সম্পাদনায় বা সহ-সম্পাদনায় যুক্ত ছিলেন। পরে দীর্ঘ ২৬ বছর (১৩২০–৪৫ ব) ‘ভারতবর্ষ’ মাসিক পত্রিকা সম্পাদনা করেন।
১২৯৭ ব. তিনি হিমালয় ভ্রমণে যান। তার রচিত বহু গ্রন্থের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য : ভ্রমণবৃত্তান্ত-বিষয়ক ‘প্রবাসচিত্র’ ও ‘হিমালয়’; ‘নৈবেদ্য’, ‘কাঙ্গালের ঠাকুর’, ‘বড় মানুষ’ প্রভৃতি গল্প এবং ‘দুঃখিনী’, ‘অভাগী’, ‘উৎস’ প্রভৃতি উপন্যাস। সম্পাদিত গ্রন্থঃ ‘হরিনাথ গ্রন্থাবলী’ ও ‘প্রমথনাথের কাব্য গ্রন্থাবলী’।
Leave a Reply