জয় গোস্বামী (নভেম্বর ১০, ১৯৫৪) একজন প্রখ্যাত বাঙালি কবি এবং সাহিত্যিক ।
জীবনী
জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।
জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও সীতার সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি ‘পাগলী তোমার সঙ্গে’ কাব্য সংকলনের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন।
কবিতা
ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ (১৯৭৬)
প্রত্নজীব (১৯৭৮)
আলেয়া হ্রদ (১৯৮১)
উন্মাদের পাঠক্রম (১৯৮৬)
ভূতুমভগবান (১৯৮৮)
ঘুমিয়েছো, ঝাউপাতা? (১৯৮৯)
আজ যদি আমাকে জিজ্ঞেস করো
বজ্র বিদ্যুং ভর্তি খাতা (১৯৯৫) ISBN 8172153996
ওহ স্বপ্ন (১৯৯৬)ISBN 8172155123
পাগলী, তোমার সঙ্গে (১৯৯৪)ISBN 8172152906
পাতার পোষাক (১৯৯৭)ISBN 8172156723
বিষাদ (১৯৯৮) ISBN 817215786X
যারা বৃষ্টিতে ভিজেছিল (১৯৯৮)ISBN 8172155662
মা নিষাদ (১৯৯৯)
সূর্য পোড়া ছাই (১৯৯৯)ISBN 8172157738
জগৎবাড়ি (২০০০) ISBN 8177561073
কবিতাসংগ্রহ (১৯৯৭-২০০১)ISBN 8172159463
প্রেতপুরুষ ও অনুপম কথা (২০০৪)ISBN 8177564021
উপন্যাস ও অন্যান্য
হৃদয়ে প্রেমের শীর্ষ (১৯৯৪) ISBN 8172152930
মনোরমের উপন্যাস (১৯৯৪) ISBN 8172152221
সেইসব শেয়ালেরা (১৯৯৪)ISBN 8172153163
সুড়ঙ্গ ও প্রতিরক্ষা (১৯৯৫)ISBN 8172154208
রৌদ্রছায়ার সংকলন (১৯৯৮)ISBN 8172158211
সংশোধন বা কাটাকুটি (২০০১)ISBN 8177561243
সাঁঝবাতীর রূপকথারা (২০০১)ISBN 8172158394
দাদাভাইদের পাড়া
ব্রহ্মরাক্ষস
সব অন্ধকার ফুলগাছ
সূত্রঃ ৪
Leave a Reply