আহসান হাবীব (ফেব্রুয়ারি ২, ১৯১৭ – জুলাই ১০, ১৯৮৫) (ইংরেজি: Ahsan Habib) একজন খ্যাতিমান বাংলাদেশী কবি ও সাহিত্যিক।
জীবন
আহসান হাবীব জন্মগ্রহণ করেন ১৯১৭ সালের ২রা ফেব্রুয়ারি শঙ্করপাশা গ্রামে যা এখন পিরোজপুর জেলার অন্তর্গত। তিনি পিরোজপুর সরকারী বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে বরিশালের ব্রজমোহন কলেজে ভর্তি হন। কিন্তু কিছুটা পিতার সাথে মনোমালিন্য, বাকিটা কবি হওয়ার ইচ্ছা এই দুই মিলে লেখাপড়ায় ইস্তফা দিয়ে তিনি ১৯৩৬ সালের দিকে পাড়ি জমান কলকাতায়।
তিনি কলকাতায় এসে দৈনিক তকবির পত্রিকার সহ সম্পাদকের কাজে নিযুক্ত হন । এই সময় থেকেই নানা পত্র পত্রিকায় তাঁর কবিতা প্রকাশ হতে থাকে ।
আহসান হাবীব ১৯৪৭ সালের ২১ জুন বিয়ে করেন বগুড়া শহরের কাটনারপাড়া নিবাসী মহসীন আলী মিয়ার কন্যা সুফিয়া খাতুনকে। দুই কন্যা ও দুই পুত্রের জনক ছিলেন আহসান হাবীব। তার দুই কন্যা হচ্ছেন, কেয়া চৌধুরী ও জোহরা নাসরীন এবং তাঁর দুই পুত্র হচ্ছেন, মঈনুল আহসান সাবের ও মনজুরুল আহসান জাবের। পুত্র মঈনুল আহসান সাবের একজন স্বনামখ্যাত বাংলা ঔপন্যাসিক।
আহসান হাবীব সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। তিনি কিছুদিন আকাশবাণী কলকাতায় কাজ করেছেন, ১৯৫০-এ ঢাকা ফিরে আসার পর কিছুদিন ফ্রান্কলিন প্রোগ্রামসে কাজ করেন। ১৯৬৪ সালে তিনি দৈনিক বাংলা (তখনকার দৈনিক পাকিস্তান) পত্রিকায় যোগ দেন। সেই থেকে ১৯৮৫ সালে মৃত্যুর সময় পর্যন্ত তিনি দৈনিক বাংলায় কর্মরত ছিলেন। তিনি ছিলেন দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক। প্রচন্ড জনপ্রিয় এই পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশে সাহিত্য সম্পাদক হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন। সহকর্মী ও সতীর্থ কবি-লেখকরা তাকে প্রায়শ: শ্রেষ্ঠ সাহিত্য-সম্পাদক হিসেবে চিহ্নিত করেন।
১৯৮৫ সালের ১০ জুলাই আহসান হাবীব মৃত্যুবরণ করেন।
রচনা
কাব্যগ্রন্থ, বড়দের উপন্যাস, গল্প, প্রবন্ধ-নিবন্ধ, ছোটদের ছড়া ও কবিতার বই সব মিলিয়ে আহসান হাবীবের বইয়ের সংখ্যা ২৫টির মতো।
কবিতা
আহসান হাবীবের কবিতার বই আটটি। কাব্যগ্রন্থগুলো হলো: রাত্রিশেষ (১৯৪৮), ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু’হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পনে মুখ (১৯৮৫)।
উপন্যাস
রাণী খালের সাঁকো
শিশু সাহিত্য
জোছনা রাতের গল্প, ছুটির দিন দুপুরে।
পুরষ্কার
স্বাধীনতা দিবস পুরষ্কার, একুশে পদক, বাংলা একাডেমি পুরষ্কার সহ বাংলাদেশের সব উল্লেখযোগ্য পুরষ্কার তিনি পেয়েছেন।
সূত্রঃ ৪
Leave a Reply