অশোক গুপ্ত (বিক্ৰমাদিত্য) (১৯২৪ (?)–৫.২.১৯৯৫) বিশিষ্ট সাহিত্যিক। ঢাকায় পড়াশুনা করেছেন। কিছুকাল পি.টি.আই.-এ সাংবাদিকতা করেছেন। পরে ফরেন সার্ভিস পাশ করে চাকরিতে যোগ দেন। অবসর গ্রহণের সময় প্যারিসের দূতাবাসে কর্মরত ছিলেন। রচিত গ্রন্থ: ‘গ্রেট গ্যাম্বলারি’, ‘ইনফরমার’, ‘মাকড়সার জাল’, ‘মার্ডার অ্যাট মিড নাইট’, ‘অপারেশন সার্চ লাইট’, ‘বেইমান’, ‘স্পাই গেম’, ‘ব্যাংক রবারি’, ‘কল গার্ল স্পাই’, ‘দূতাবাসের ইতিকথা’, ‘স্বাধীনতার অজানা কথা।’ প্রভৃতি। ছোটদের জন্য লিখেছেন ‘ফতেনগরের লড়াই’, ‘অডিসিয়াস’।
Leave a Reply