সেজান মাহমুদ বাংলাদেশের স্বনামখ্যাত শিশু সাহিত্যিক, লেখক, গীতিকার এবং কলামিস্ট। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসা বিজ্ঞানী এবং জনস্বাস্থ্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তিনি প্রশংসনীয় অবদান রেখেছেন। তাঁর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘মনের ঘুড়ি লাটাই’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচিত্র গৌরব নির্মাণ করেছে বাংলাদেশ শিশু একাডেমী।
ব্যক্তিগত জীবন
সেজান মাহমুদের জন্ম সেপ্টেম্বর ০১, ১৯৬৭, সিরাজগঞ্জে। পিতা মরহুম আফাজ উদ্দিন সরকার, এবং মা ফিরোজা বেগম। সেজান মাহমুদের স্ত্রী তৃষ্ণা মাহমুদ একজন নাট্যশিল্পী, চিকিৎসক, এবং জনস্বাস্থ্য বিষয়ের গবেষণা ও অধ্যাপনায় নিয়োজিত। তাঁদের দুই সন্তান তিশিয়ান মাহমুদ ও রেনোয়া মাহমুদ।
সেজান মাহমুদ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এম,বি, বি, এস, আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যলয় থেকে এম, পি, এইচ এবং বার্মিংহাম থেকে পি, এইচ, ডি ডিগ্রি লাভ করেন।
কর্ম জীবন
সেজান মাহমুদ তাঁর চিকিৎসক হিসেবে পেশাগত জীবন শুরু করেন বারডেম-এ চাকুরি করার মাধ্যমে যেখানে তিনি স্বাস্থ্যশিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন। এরপর আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আই, ডি, এফফেলোশিপ নিয়ে হারভার্ডমেডিক্যাল স্কুলে যান। এম, পি, এইচ এবং পি, এইচ, ডি ডিগ্রি লাভের পর তিনি ওহাইও মেডিক্যাল ইউনিভার্সিটিতে ও বোউলিং গ্রীন স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনা শুরু করেন।বর্তমানে আমেরিকার ফ্লোরিডা অংগরাজ্যে শিক্ষকতা করছেন।
সাহিত্য
সেজান মাহমুদ তাঁর প্রথম ছড়াগ্রন্থ হাবিজাবি লেখার মাধ্যমে আত্নপ্রকাশ করেন এবং প্রথম গ্রন্থের জন্যেই কনিষ্ঠতম বয়সে লাভ করেন বাংলাদেশ শিশু একাডেমী কতৃক প্রদত্ত ‘অগ্রনী ব্যাংক শিশু সাহিত্য’ পুরস্কার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌকম্যান্ডোদের অবদানের অকথিত অধ্যায় নিয়ে রচিত অপারেশন জ্যাকপট ১৯৯১ প্রকাশিত হলে তা সুধীমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। তাঁর লেখা বাংলাদেশ টেক্সট বুক বোর্ড কতৃক ষষ্ঠ শ্রেনীর পাঠ্য বইতে অর্ন্তভূক্ত হয়েছে বিগত দশ বছর ধরে।
রচনা সমগ্র
মুক্তিযুদ্ধের কিশোর রচনা সমগ্র, ১ (মাওলা ব্রাদার্স, ২০০২)
মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ও ডক্যুমেন্টরী
অপারেশন জ্যাকপট (প্রতীক প্রকাশনী, ১৯৯১)
মুক্তিযুদ্ধের সেরা লড়াই (মোহনা প্রকাশনী, ১৯৯২)
মনের ঘুড়ি লাটাই (সাহিত্য প্রকাশ, ১৯৯২)
কালা কুঠুরি (মাওলা ব্রাদার্স, ২০০২)
বিজ্ঞান নির্ভর উপন্যাস
তুষার মানব (সাহিত্য প্রকাশ, ১৯৯৪)
দ্বীপ পাহাড়ে আতঙ্ক (অঙ্কুর প্রকাশনী, ১৯৯২)
গল্প
প্রোজেক্ট ভূতং আধুনিকং (আগামী প্রকাশনী, ২০০২)
নিবন্ধ
বিশ্বের শ্রেষ্ঠ দশ অভিযাত্রী (সাহিত্য প্রকাশ, ১৯৯২)
ছড়াগ্রন্থ
হাবিজাবি (দিনরাত্রী প্রকাশনী, ১৯৮৮, অনিন্দ্য প্রকাশনী ১৯৯২)
পাল্টে শুধু লেবাস (শৈলী প্রকাশনী, ১৯৯২)
সম্পাদিত গ্রন্থ
কিশোর রহস্য গল্প (দিনরাত্রী প্রকাশনী, ১৯৮৮)
নির্বাচিত কিশোর রহস্য গল্প (কাকলী প্রকাশনী, ১৯৯২, ২০০৫)
চোখ ফিরিয়ে দেখি (১৯৯২)
গ্রন্থানুভূক্তি
বাংলাদেশের নির্বাচিত ছড়া (বিশ্ব সাহিত্য কেন্দ্র)
বাংলাদেশের নির্বাচিত কিশোর উপন্যাস (দিব্য প্রকাশনী)
বাংলাদেশের নির্বাচিত রাজনৈতিক কবিতা (মুক্তধারা)
ভ্রমণ কাহিনী ও কলাম
পথ হারানোর পথ (যাযাদি, ২০০৪)
সংগীত
বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে অনেক জনপ্রিয় সংগীত রচনা করেছেন। উল্ল্যেখযোগ্য কয়েকটি গানের মধ্যে, নেলসন মেন্ডেলা (ফকির আলমগীর), আমি নই সেই বনলতা সেন (কনকচাঁপা), কোন এক সুন্দরী রাতে (সামিনা চৌধুরী), আমার দুচোখ দিয়ে (তপন চৌধিরী), শহর থেকে একটু দূরে চল না (১৫ টি ব্যান্ড), বাঁচার মতো বাঁচতে চাই (রেঁনেসা), একটাই পৃথিবী আমাদের (৭ টি ব্যান্ড) ও আমি একা হলেই বুঝি (সামিনা চৌধুরী)।
সাহিত্য
শিশু একাডেমী পুরস্কার ১৯৮৮
আওয়ার প্রাইড এওয়ার্ড ২০০৫
পেশাগত পুরস্কার
আমেরিকান পাবলিক হেলথ এসোসিয়েশন আরলি ক্যারিয়ার এওয়ার্ড ২০০৬ (প্রথম এশিয়ান)
আলাবামা পাওয়ার ফাউন্ডেশন আউটস্ট্যান্ডিং এচিভ্মেন্ট এওয়ার্ড ২০০১
যেমস্ স্নীটযার স্কলারশীপ এওয়ার্ড ১৯৯৭ (হারভার্ড বিশ্ববিদ্যালয়)
আই, ডি, এফ ফেলোশীপ এওয়ার্ড ১৯৯৫ (হারভার্ড বিশ্ববিদ্যালয়)
ই, এন, এইচ, আর, বি এওয়ার্ড ১৯৯৩-৯৪ (ওয়ার্ল্ড ব্যাংক)
সূত্রঃ ৪
Leave a Reply