মোঃ নুরুল হুদা (১৯৪৯) একজন বাংলাদেশী কবি এবং বিখ্যাত ঔপন্যাসিক।
উপন্যাস
জন্মজটি (১৯৯৪)
ময়েনপাহাড় (১৯৯৫)
ব্যাঙ কুমার
চাঁদের বুড়ো চাঁদের বাড়ি
ছোটদের বেগম রোকেয়া
ছোটদের মাইকেল মধুসূদন দত্ত
ছোটদের রবীন্দ্র জীবনী
ছোটদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ
দেখা হলে একা হয়ে যাই
রাজার পোশাক
রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য
ছাত্র ও অন্যান্য
সাত ভাই চম্পা
সময় মানুষ
পুরষ্কার
যশোর সাহিত্য পরিষদ পুরষ্কার (১৯৮৩)
আবুল হাসান কবিতা পুরষ্কার (১৯৮৩)
আলাওল পুরষ্কার (১৯৮৫)
আওয়ামী শিল্প সংবর্ধনা (১৯৮৭)
বাংলা একাডেমী পুরষ্কার (১৯৮৮)
কক্সবাজার পদক (১৯৮৯)
সূত্রঃ ৪
Leave a Reply