ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০–১৯৩১) সিরাজগঞ্জ-পাবনা। দারিদ্র্যের জন্য উচ্চশিক্ষায় বঞ্চিত হলেও নিজ চেষ্টায় জ্ঞান অর্জন করেন। একাধারে কবি, রাজনীতিক, সমাজ-সংস্কারক, ধর্মনেতা ও চিকিৎসক। ১৯১২ খ্রী. ভারতের মুসলিম প্রতিনিধি হিসাবে তুরস্কের পক্ষে বলকান যুদ্ধে যোগ দেন। খিলাফত ও অসহযোগ আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন। ১৩০৬ ব প্ৰকাশিত তাঁর প্রথম কবিতা-সঙ্কলন ‘অনল-প্রবাহ’। গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ (১৩১৫ ব-) ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে এবং কবির দুই বছর কারাদণ্ড হয়। তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য কাব্য : ‘উচ্ছাস’, ‘উদ্বোধন’, ‘নব উদ্দীপনা’, ‘স্পেন-বিজয় কাব্য’, ‘সঙ্গীত সঞ্জীবনী, * প্ৰেমাঞ্জলি’; উপন্যাস : ‘তারাবাঈ’, ‘রায়নন্দিনী’, ‘নূরউদ্দীন’, ‘ফিরোজা বেগম; প্রবন্ধ গ্রন্থ: ‘সুচিন্তা’, ‘স্বজাতি প্রেম’, ‘আদব-কায়দা শিক্ষা’, ‘স্পেনীয় মুসলমান সভ্যতা’, ‘মহানগরী কার্ডোভা’, ‘তুর্কী নারী-জীবন’, ‘তুরস্ক-ভ্ৰমণ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« ইলা পাল চৌধুরী
« ইলা পাল চৌধুরী
পরবর্তী:
ইসলাম উদ্দিন »
ইসলাম উদ্দিন »
Leave a Reply