আবদুর রউফ চৌধুরী (১৯২৯-১৯৯৬) ছিলেন বাঙালি প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, অনুবাদক এবং সম্পাদক। বিংশ শতাব্দীর শেষ দশকের নতুন সাহিত্যরীতির সূচনাকারী লেখক হিসেবে তিনি সমাদৃত।
জন্ম
তিনি ১৯২৯ সালের মার্চের ১ তারিখে হবিগঞ্জে (তদানিন্তন আসামের অন্তর্গত) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আজহার চৌধুরী ও মাতার নাম নাজমুননেসা চৌধুরী।
ছাত্রজীবন
আবদুর রউফ চৌধুরী ১৯৪৩ সালে স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় এবং ১৯৪৫ সালে বৃন্দাবন কলেজ থেকে আই.এস.সি. পরীক্ষায় প্রথমশ্রেণীতে উত্তীর্ণ হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃন্দাবন কলেজে অনার্স দর্শন নিয়ে বি.এস.সি. ক্লাসে ভর্তি হন। এসময় কর্মব্যস্ত হয়ে পড়েন এবং পড়াশোনার ইতি ঘটে।
চাকুরিজীবন
১৯৪৭ সালে শিলচরের একটি দোকানে বুককিপার হিশেবে কাজ শুরু করেন।
১৯৪৮ সালে আউশকান্দি ইংরেজি উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিশেবে কাজ শুরু করেন।
১৯৪৯ সালে পাকিস্তান-বিমানবাহিনীতে যোগ দেন।
১৯৬২ সালে ‘British Royal Aircraft Establishment, Ministry of Aviation’-এ যোগ দেন।
১৯৭২ সালে ‘British Royal Mail’-এ যোগ দেন।
১৯৮৯ সালে ‘British Royal Mail’ থেকে অবসর নেন।
উপন্যাস
নতুন দিগন্ত এক (১৯৬৮)
নতুন দিগন্ত দুই (১৯৭১)
নতুন দিগন্ত তিন (১৯৮৩)
নতুন দিগন্ত সমগ্র (১৯৮৩)
পরদেশে পরবাসী (১৯৯৫)
অনিকেতন (১৯৮৭)
নাম মোছা যায় না (১৯৬৫)
সাম্পান-ক্রস (১৯৯১)
ছোটগল্প
গল্প-সম্ভার (১৯৯৫)
গল্পসল্প (১৯৮৫)
বিদেশি বৃষ্টি (১৯৮৬)
প্রবন্ধ
যুগে যুগে বাংলাদেশ (১৯৯৫)
একটি জাতিকে হত্যা (১৯৭১)
রবীন্দ্র-নজরুল (১৯৯৩)
রবীন্দ্রনাথের সঙ্গীত জগত্(১৯৯৩)
নজরুলের সঙ্গীত জগত্(১৯৯৩)
মৌলিক
ধর্মের নির্যাস
যে কথা বলা যায় না
পথ
আমি চণ্ডাল-শুদ্র, আমি অনার্য
অনুবাদ
ইসলামের নবী
স্মৃতিকথা
আত্মকথা (আত্মজীবনী)
ইংল্যান্ডের দিনগুলি (আত্মজীবনী)
স্মৃতিতে একাত্তর (আত্মজীবনী)
সাহিত্য পুরষ্কার
গ্রন্থমেলা পুরস্কার (১৯৯৫)
গ্রন্থদিবস পদক (১৯৯৫)
সাহিত্য পরিষদ পুরস্কার (২০০৪)
সূত্রঃ ৪
Leave a Reply