অমলেন্দু দাশগুপ্ত (১৯০৩- ১১ই আগস্ট, ১৯৫৫) মাদারীপুর-ফরিদপুর। জগৎচন্দ্র। পৈতৃক গ্রাম খৈয়ারভাঙা-ফরিদপুর। বালেশ্বরের যুদ্ধের অন্যতম শহীদ নীরেন্দ্রনাথ তার আত্মীয়। ছাত্রাবস্থায় তিনিও স্বদেশী মন্ত্রে উদ্ধৃদ্ধ হয়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন। স্বেচ্ছাব্রিতী হিসাবে বাঙলার বিভিন্ন জেলায় কাজ করেন। বহরমপুরে আইএ পড়তে শুরু করেন। এখানে জেলে মাদারীপুর দলের বন্দী বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় প্ৰফুল্ল চ্যাটার্জী ও কালীপদ রায়চৌধুরীর সহযোগী ছিলেন। এই কাজে লিপ্ত থাকাকালে অকস্মাৎ ধরা পড়েন। কারামুক্তির পর আই.এ. পাশ করে ১৯২৩-২৪ খ্ৰী. বি.এ. ক্লাশে ভর্তি হন। বিপ্লবী সংগঠনের নির্দেশে দক্ষিণ কলিকতা কংগ্রেস কমিটির কাজে কলিকাতায় আসেন। কপোরেশনের স্কুলে শিক্ষকতা করতেন। ১৯৩০ খ্ৰী. বি.এ. পরীক্ষার কয়েকদিন পর গ্রেপ্তার হয়ে আট বছর বিভিন্ন জেলে কাটে। মুক্তির পর মৌলবী ফজলুল হকের ‘নবযুগ’ পত্রিকার সম্পাদক হন; তার সঙ্গে ছিলেন কাজী নজরুল ইসলাম। ১৯৪০ খ্ৰী. নেতাজী প্রবর্তিত হলওয়েল মনুমেন্ট অপসারণ আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হয়ে ১৯৪৬ খ্রী. ছাড়া পান। তখন থেকে আমৃত্যু ‘আনন্দবাজার পত্রিকা’-র সম্পাদকীয় বিভাগে কাজ করেন। উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘বাঁকসা ক্যাম্প’, ‘বন্দীর বন্দনা’, ‘ডেটিনিউ প্রভৃতি।
পূর্ববর্তী:
« অমলেন্দু ঘোষ
« অমলেন্দু ঘোষ
পরবর্তী:
অমলেন্দু বিশ্বাস »
অমলেন্দু বিশ্বাস »
Leave a Reply