অমল হোম (১০ই নভেম্বর, ১৮৯৩- ২৩শে আগস্ট, ১৯৭৫) জন্ম মজিলপুর-চব্বিশ পরগনা। সাংবাদিক ও ব্রাহ্মনেতা গগনচন্দ্ৰ। প্রখ্যাত সাংবাদিক ও সমালোচক। ছাত্রাবস্থায়ই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি আকৃষ্ট হন। পিতৃবন্ধু রামানন্দ চট্টোপাধ্যায়ের উৎসাহে ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিউ পত্রিকায় শিক্ষানবীশ হিসাবে যোগ দেন। এর পরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ‘বেঙ্গলী’ পত্রিকায়, ১৯১৮ খ্রী. লাহোরের ‘দি পাঞ্জাবী’ ইংরেজী দৈনিকপত্রে এবং কালীনাথ রায়ের ‘দি ট্রিবিউন’ পত্রিকায় কাজ করেন। ১৯১৯ খ্রী. কালা আইনের গোলমালে কালীনাথ রায় কারারুদ্ধ হলে তিনি ঐ পত্রিকার দায়িত্ব গ্ৰহণ করেন। ১৯২০ খ্রী. এলাহাবাদে পণ্ডিত মতিলাল নেহরুর ‘দি ইণ্ডিপেণ্ডেন্ট’ দৈনিক পত্রিকায় বিপিনচন্দ্ৰ পালের সহকারিরূপে যোগ দেন। ঐ সময় পণ্ডিত জওহরলালের সঙ্গে তার ঘনিষ্ঠত হয়। ১৯২১ খ্রী. কলিকাতায় ফেরেন এবং ‘ইণ্ডিয়ান ডেইলি নিউজ’ কাগজের সহ-সম্পাদক হন। ১৯২৪ খ্রী. পর্যন্ত তিনি এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। ঐ বছরের মাঝামাঝি সময়ে কর্পোরেশনের মেয়র দেশবন্ধুর পরিকল্পিত একটি মিউনিসিপ্যাল পত্রিকার দায়িত্ব তিনি ও সুভাষচন্দ্ৰ বসু গ্রহণ করেন এবং ১৯২৫–৪৯ খ্রী. ‘ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট’-এর সম্পাদকরূপে নিযুক্ত থাকেন। ১৯২৭ খ্রী. পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর দৌহিত্রী ইলা দেবীকে বিবাহ করেন। ‘হিন্দুস্থান স্ট্যাণ্ডার্ড পত্রিকার প্ৰথম অবস্থায় তার রবিবাসরীয় বিভাগের দায়িত্ব গ্ৰহণ করেছিলেন। ১৯২০ খ্রী. কলিকাতায় তারই উদ্যোগে অনুষ্ঠিত ‘অল ইণ্ডিয়া সোশ্যাল সার্ভিস কনফারেন্সে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন। ১৯৩১ খ্রী. কলিকাতায় সর্বপ্ৰথম ‘রবীন্দ্রজয়ন্তী’ উৎসবের আয়োজন করেন। ১৯৪৯ খ্রী. রাজ্য সরকারের ডাইরেক্টর অফ পাবলিসিটির পদে যোগ দেন। তিন বছর পরে দামোদর ভ্যালী কর্পোরেশনের চীফ ইনফর্মেশন অফিসার নিযুক্ত হন। রবীন্দ্রনাথের প্রতিভাজন ও স্নেহধন্য ছিলেন। রবীন্দ্রজীবনের বহু অপ্রকাশিত খুঁটিনাটি বিষয়ের তিনি একজন ‘অথরিটি’ এবং কবির বহু অপ্রকাশিত চিঠিপত্র ও তথ্যের সংগ্ৰহ তার নিজস্ব সম্পদরাপে সংরক্ষিত আছে। রবীন্দ্র জন্ম-শতবর্ষে অল ইণ্ডিয়া রেডিওর রবীন্দ্ৰশতবার্ষিকীর প্রধান-রূপে তিনি দিল্লীতে যোগ দেন। তার রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘পুরুষোত্তম রবীন্দ্রনাথ’, ‘রামমোহন রায় অ্যাণ্ড হিজ ওয়ার্কস’, ‘সাম অ্যাসপেক্টস অফ মডার্ন জার্নালিজম ইন ইণ্ডিয়া’ প্রভৃতি। রবীন্দ্রতত্ত্বাচার্য উপাধিতে ভূষিত ছিলেন।
পূর্ববর্তী:
« অমরেশ্বর ঠাকুর
« অমরেশ্বর ঠাকুর
পরবর্তী:
অমলা দাশ »
অমলা দাশ »
Leave a Reply