মধু বসু (১২-২-১৯০০ – ২৫-৯-১৯৬৯) কলিকাতা। বিখ্যাত ভূতত্ত্ববিদ প্রমথনাথ। প্রখ্যাত চলচ্চিত্ৰ-শিল্পী ও নাট্যপ্রযোজক। আসল নাম সুকুমার। শান্তিনিকেতনে ও কলিকাতা বিদ্যাসাগর কলেজে পড়াশুনা করেছেন। বি-এস-সি পাশ করে ১৯২৪ খ্রী. চলচ্চিত্ৰ-জগতে প্ৰবেশ করেন। তিনিই প্রথম সম্ভ্রান্ত ও শিক্ষিত যুবক-যুবতীদের নিয়ে ‘ক্যালকাটা আর্ট প্লেয়ার্স’ নামে নাট্যসংস্থা (১৯২৮) গঠন করে ‘দালিয়া’, ‘আলিবাবা’, ‘বিদ্যুৎপর্ণা’, ‘ঘরে বাইরে’ প্রভৃতি নাটক অভিনয় করেন। ১৯২৬ খ্রী. বিলাতে গিয়ে ক্যামেরার কাজ শেখেন এবং অ্যালফ্রেড হিচককের সঙ্গে কিছুকাল কাজ করার পর দেশে ফিরে রবীন্দ্রনাথের ‘গিরিবালা’ ছবি (নির্বাক) করেন। পরিচালক হিসাবে জনপ্ৰিয়তা ও প্রতিষ্ঠা পান ‘আলিবাবা’ ছবি করার পর। এই ছবির প্রধান দুটি ভূমিকায় তিনি এবং তাঁর স্ত্রী নৃত্যশিল্পী সাধনা বসু অভিনয় করেন। বিভিন্ন ভাষায় প্রায় ৩০ টি ছবি পরিচালনা করেছেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য; ‘সেলিমা’ (উর্দু), ‘মাইকেল মধুসূদন’, ‘শেষের কবিতা’, ‘আলিবাবা’ ও ‘মহাকবি গিরিশচন্দ্র’। তাঁর পরিচালিত শেষ ছবি ‘বীরেশ্বর বিবেকানন্দ’ (১৯৬৪)। শেষ-জীবনে সিনেমা-কমী ও কলা-কুশলীদের আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। ‘আমার জীবনী’ নামে তাঁর আত্মজীবনী ১৯৬৭ খ্রী. প্রকাশিত হয়। বিখ্যাত সাহিত্যিক ও সিভিলিয়ান রমেশচন্দ্ৰ দত্ত তাঁর মাতামহ।
পূর্ববর্তী:
« মদনমোহন রায়
« মদনমোহন রায়
পরবর্তী:
মধু শীল »
মধু শীল »
Leave a Reply