বিমল রায় (জন্ম: ১৯০৯ – মৃত্যু: ৮ জানুয়ারি ১৯৬৬) একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চিত্র পরিচালক এবং প্রযোজক ।
প্রথম জীবনে তিনি নিউ থিয়েটার্স চিত্র প্রতিষ্ঠানে ক্যামেরাম্যানের কাজ করেন । এখানে প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় দেবদাস চলচ্চিত্রের (বাংলা) চিত্রগ্রহন করেছিলেন । পরবর্তী কালে তিনি হিন্দিতে এই ছবি পরিচালনা করেছিলেন ।
তাঁর পরিচালিত সাড়া জাগানো চলচ্চিত্রের ভিতরে উদয়ের পথে, অঞ্জনগড়,মা, দো বিঘা জমীন প্রভৃতি উল্লেখযোগ্য । তাঁর নিজস্ব সংস্থায় তোলা প্রথম ছবি দো বিঘা জমীন (১৯৫৩) কান, কার্লোভিভেরি এবং ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার লাভ করেছিল । তাঁর প্রযোজনায় এবং হেমেন গুপ্তের পরিচালনায় কাবুলিওয়ালা ছবিটি জনপ্রিয় হয়েছিল ।
মস্কোয় ১৯৫৯ খ্রিষ্টাব্দে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তিনি অন্যতম জুরি ছিলেন । তিনি কিছুকাল ফিল্ম গিল্ড অফ ইন্ডিয়ার সহকারী সভাপতি এবং ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি হয়েছিলেন ।
পরিচালিত চলচ্চিত্রঃ
রেডিও গার্ল (১৯২৯)
টিনস ফর ইন্ডিয়া (১৯৪১)
বেঙ্গল ফেমিন (১৯৪৩)
উদয়ের পথে (১৯৪৪)
হামরাহি (১৯৪৪)
অঞ্জনগড় (১৯৪৮)
মন্ত্রমুগ্ধ (১৯৪৯)
পহেলা আদমি (১৯৫০)
পরিণীতা (১৯৫৩)
দো বিঘা জমীন (১৯৫৩)
নোকরি (১৯৫৪)
বিরাজ বহু (১৯৫৪)
বাপ বেটি (১৯৫৪)
দেবদাস (১৯৫৫)
ইহুদি (১৯৫৮)
মধুমতী (১৯৫৮)
সুজাতা (১৯৫৯)
পরখ (১৯৬০)
ইমমর্টাল স্তুপা (১৯৬১)
প্রেমপত্র (১৯৬২)
বন্দিনী (১৯৬৩)
লাইফ অ্যান্ড মেসেজ অফ স্বামী বিবেকানন্দ (১৯৬৪)
বেনজির (১৯৬৪)
গৌতম দ্য বুদ্ধ (১৯৬৭)
সূত্রঃ ১, ৪
Leave a Reply