বাংলা গান এর জগতে অঞ্জন দত্ত একজন জনপ্রিয় শিল্পী। জীবনমুখী গান নামে বাংলা গান এর যে ধারা প্রচলিত, অঞ্জন দত্ত সেই ধারার গান লেখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। তাঁর ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে মাস্টার্স করেছেন। তাঁর গান এর সহজবোধ্যতা সবাই কে আকৃষ্ট করে। তাঁর ছেলেবেলার কথা তাঁর গান এ ভীষণভাবে ফুটে উঠেছে। তাঁর সবচাইতে জনপ্রিয় গান ‘2441139’। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন। তাঁর পরিচালিত একটি ছবির নাম হল দ্য বঙ কানেকশন।
অঞ্জন দত্ত’র গানের এ্যালবামঃ
০১. শুনতে কি চাও? – ১৯৯৪
০২. পুরোনো গিটার -১৯৯৫
০৩. ভালবাসি তোমায় – ১৯৯৬
০৪. কেউ গান গায় – ১৯৯৭
০৫. প্রিয় বন্ধু (বাংলাদেশে “গানে গানে ভালবাসা” শিরোনামে মুক্তিপ্রাপ্ত; অঞ্জন দত্ত, নিমা রহমান ও পরশপাথর) – ১৯৯৮
০৬. চলো বদলাই – ১৯৯৮
০৭. হ্যালো বাংলাদেশ – ১৯৯৯
০৮. কলকাতা-১৬ – ১৯৯৯
০৯. Bandra Blues (ইংরেজী এ্যালবাম) – ২০০০
১০. অসময় – ২০০০
১১. রং পেন্সিল – ২০০১
১২. অনেকদিন পর (অঞ্জন দত্ত ও কবির সুমন) – ২০০৪
১৩. ইচ্ছে করেই একসাথে (অঞ্জন দত্ত ও বাপ্পা মজুমদার) – ২০০৫
১৪. The Bong Connection (ছায়াছবির গান) – ২০০৭
১৫. আমি আর গদদ (নীল দত্ত ও অঞ্জন দত্ত) – ২০০৭
১৬. আবার পথে দেখা (অঞ্জন দত্ত, বাপ্পা মজুমদার ও এস, আই টুটুল) – ২০০৭
সমালোচনা
অনেকে মনে করেন অঞ্জন দত্ত’র বিভিন্ন গানের সুর প্রায় একইরকম, একই সুর ঘুরিয়ে ফিরিয়ে তিনি অনেক গানে ব্যবহার করেন। অনেকের মতে, তার গানের কথা খুব হাল্কা ধরনের। এছাড়া তার গানের সুরে অনেক ক্ষেত্রেই সিমন এবং গারফাঙ্কল, বব ডিলান এদের গানের সুরের অনুসরণ লক্ষ্য করা যায়।
সূত্রঃ ৪
Leave a Reply