সব্যসাচী চক্রবর্তী পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। জোছন দস্তিদারের সোনেক্সের তেরো পার্বন সিরিয়াল থেকেই তিনি পশ্চিমবাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। সব্যসাচীর সব থেকে উল্লেখযোগ্য চিত্রায়ন সত্যজিৎ রায়ের ফেলুদা। সন্দীপ রায়ের বাক্স রহস্য টেলিফিল্ম এবং ফেলুদার উপর টিভি সিরিজে অভিনয় করার পর তিনি ফেলুদার ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসাধারন ফেলুদা চিত্রায়নের পরেও তাঁকে বাঙলি দর্শক ফেলুদা হিসাবে যথেষ্ট সমাদরের সাথে গ্রহন করেছে। সব্যসাচী বলিউডের কিছু হিন্দী সিনেমায় অভিনয় করেছেন। দিল সে, খাকি, পরিণীতা তার মধ্যে উল্লেখযোগ্য।
অভিনয়
বাংলা সিরিয়ালঃ
তেরো পার্বণ
সেই সময়
উড়নচন্ডী
বাংলা সিনেমাঃ
শেষ ঠিকানা, ২০০০
এক যে আছে কন্যা, ২০০০
দেশ, ২০০২
অন্তর্ঘাত, ২০০২
বোম্বাইয়ের বোম্বেটে, ২০০৩
নিশিযাপন, ২০০৫
হিন্দী সিনেমাঃ
দিল সে, ১৯৯৮
খাকি, ২০০৪
পরিণীতা, ২০০৫
[এই তালিকাটি অসম্পূর্ণ]
সূত্রঃ ৪
Leave a Reply