রূদ্রপ্রসাদ সেনগুপ্ত একজন বাঙালি অভিনেতা ও থিয়েটার পরিচালক। পূর্ববঙ্গে (বাংলাদেশ) জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়-এর অধীনে উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজী বিভাগে এম.এ ডিগ্রি পাওয়ার পর কিছুদিন ইংরেজী শিক্ষকতা করেন।
১৯৬১ সালে তিনি কলকাতায় নান্দিকার নামের এক নাট্য গোষ্ঠীতে যোগদান করেন। ১৯৭০ সাল থেকে উনি ঐ নাট্য সংগঠনের পরিচালক হিসেবে অনেক নাটক পরিচালনা করেন ও ওই বছর থেকেই উনি ঐ নাট্য সংগঠনের প্রধান হন। ১৯৮০ সালের শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার যা উনি সংগীত নাটক একাদেমি থেকে লাভ করেন। ওনার স্ত্রী স্বাতীলেখা সেনগুপ্ত – যিনি সত্যজিৎ রায় পরিচালিত ঘরে বাইরে (চলচ্চিত্র)-এ অভিনয় করার জন্য বিখ্যাত।
অভিনীত চলচ্চিত্রসমূহঃ
লিটিল বুদ্ধ (১৯৯৩)
সিটি অফ জয় (১৯৯২)
পদিপিসীর বর্মি বাক্স (১৯৭২)
হাটে বাজারে (১৯৬৭)
গল্প হলেও সত্যি (১৯৬৬)
সূত্রঃ ৪
Leave a Reply