দুৰ্গাদাস বন্দ্যোপাধ্যায় (১) (১৮৩৫ – ২৮.৬.১৯১৪) তিড়া, আঁটপুর-হুগলী। শিবদাস। পিতার কর্মস্থল পাঞ্জাবে জন্ম। পিতার মৃত্যুতে ১৫ বছর বয়সে ব্রিটিশ সেনাবিভাগে কেরানীর পদ গ্ৰহণ করেন। কর্মদক্ষতার জন্য অল্পদিনের মধ্যেই পদোন্নতি হয় ও একটি অশ্বারোহী বাহিনীর প্রধান অসামরিক কর্মচারী হন। এই সেনাদলের সঙ্গে ব্রহ্মদেশ-সমেত ভারতের নানাস্থান পরিভ্রমণ করেন। অবশেষে বেরিলী শহরে একজন গণ্যমান্য নাগরিকরূপে বাসকালে সিপাহী বিদ্রোহ শুরু হয়। নানা প্রতিকূল পরিবেশ সত্ত্বেও ইংরেজ পক্ষে সিপাহীদের বিরুদ্ধে একটি অশ্বারোহী বাহিনী গঠন করেন। এই বাহিনী প্ৰথমে ‘রোহিলাখণ্ড হর্স’ ও পরে ‘বেঙ্গল ক্যাভালারী’ নামে পরিচিত হয়। একজন ইংরেজের নামমাত্র আজ্ঞাধীন—প্রকৃতপক্ষে দুৰ্গাদাস-পরিচালিত এই বাহিনীই বেরিলী শহর ইংরেজ কর্তৃত্বাধীনে আনে। কিন্তু তিনি এই কাজের জন্য যথোচিত পুরস্কৃত হন নি। পরবর্তী জীবনে তাকে কপর্দকহীন অবস্থায় দেখা গেছে। পঞ্চানন তর্করত্নের মাসিক ‘জন্মভূমি’ (১২৯৮–১৩০৩ ব) পত্রিকায় তিনি তাঁর অভিজ্ঞতা ‘আমার জীবনচরিত’ নামে প্রকাশ করেন। পরে এটি ‘সিপাহী বিদ্রোহে বাঙ্গালী’ নামে পুস্তকাকারে মুদ্রিত হয়। ইংরেজী, বাংলা, উর্দু, ফারসী ও হিন্দী ভাষায় অভিজ্ঞ ছিলেন।
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় (২) (৪-১২-১৮৯৩ – ২০-৬-১৯৪৩) কালিকাপুর— চব্বিশ পরগনা। তারকনাথ। প্রখ্যাত অভিনেতা। জমিদারবংশে জন্ম। প্রথম জীবনে অঙ্কনশিল্পী ছিলেন এবং সেই সূত্রে তাজমহল ফিল্ম কোম্পানী এবং আর্ট থিয়েটারে যোগ দেন। পরে ঐ দুই প্রতিষ্ঠানেই বিভিন্ন চরিত্রে এবং নায়কের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। ১৯২৩ খ্রী. স্টারে কৰ্ণার্জুন নাটকে বিকর্ণের ভূমিকায় তাঁর প্রথম মঞ্চে অবতরণ। ১৯৪২ খ্রী. অবসর-গ্রহণের পূর্ব পর্যন্ত এই সুদৰ্শন ও সুকণ্ঠ অভিনেতা চলচ্চিত্র ও রঙ্গমঞ্চে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
Leave a Reply