উৎপল দত্ত (মার্চ ২৯, ১৯২৯ – আগস্ট ১৯, ১৯৯৩) একজন বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক। তাঁর জন্ম অবিভক্ত বাংলার বরিশালে (বর্তমানে বাংলাদেশের অংশ)। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন।
উৎপল দত্ত প্রথম দিকে বাংলা মঞ্চনাটকে অভিনয় করতেন। তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সাথে ভ্রমণ করেছেন বেশ কয়েকবার। তাঁকে গ্রুপ থিয়েটার অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হিসাবে গন্য করা হয়। কৌতুক অভিনেতা হিসাবেও তাঁর খ্যাতি রয়েছে। তিনি কৌতুক চলচ্চিত্র গুড্ডি, গোলমাল ও শৌখিনে অভিনয় করেছেন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন । রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী ও মার্ক্সবাদী।
উৎপল দত্তের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে টিনের তলোয়ার, মানুষের অধিকার ইত্যাদি।
১৯৯৩ খ্রীস্টাব্দের ১৯শে আগস্ট তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
উৎপল দত্ত রচিত নাটকের তালিকাঃ
দিল্লী চলো
ছায়ানট
অঙ্গার
ফেরারী ফৌজ
মেঘ
রাইফেল
সীমান্ত
ঘুম নেই
মে দিবস
দ্বীপ
স্পেশাল ট্রেন
পুরুষোত্তম
মানুষের অধিকার
রাতের অতিথি
মধুচক্র
কল্লোল
হিম্মৎবাই
প্রফেসর মামালক
শোনরে মালিক
নীলকন্ঠ
সমাজতান্ত্রিক চাল
সমাধান
অজেয় ভিয়েতনাম
তীর
ক্রুশবিদ্ধ কুবা
নীলরক্ত
লৌহমানব
জালিয়ানওয়ালাবাগ
যুদ্ধং দেহি
লেনিনের ডাক
চাঁদির কৌটো
রক্তাক্ত ইন্দোনেশিয়া
মৃত্যুর অতীত
ঠিকানা
টিনের তলোয়ার
ব্যারিকেড
মহাবিদ্রোহ
মুক্তিদীক্ষা
সূর্যশিকার
কাকদ্বীপের এক মা
ইতিহাসের কাঠগড়ায়
কঙ্গোর কারাগারে
সভ্যনামিক
পালা-সন্ন্যাসীর তরবারি
নয়াজমানা
দুঃস্বপ্নের নগরী
লেনিন কোথায়
এবার রাজার পালা
স্তালিন-১৯৩৪
তিতুমির
বাংলা ছাড়ো
দাঁড়াও পথিকবর
কৃপান
শৃঙ্খলছাড়া
মীরকাসিম
মহাচীনের পথে
আজকের শাজাহান
অগ্নিশয্যা
দৈনিক বাজার পত্রিকা
নীল সাদা লাল
একলা চলো রে
লাল দূর্গ
বণিকের মাণদন্ড
এংকোর (অনুবাদ গল্প)
[এই তালিকাটি অসম্পূর্ণ হতে পারে।]
সূত্রঃ ৪
Prabir Mukherjee
উৎপল দত্তের লেখা পথনাটিকা মৃত্যুর অতীত কী কোন বইতে প্রকাশিত হয়েছে? এই নাটিকাটির স্ক্রিপ্ট কোথায় পাওয়া যেতে পারে?
বাংলা লাইব্রেরি
উৎপল দত্তের নাটক সমগ্র চতুর্থ খণ্ডে পাবেন।