অহীন্দ্র চৌধুরী (১২ই আগস্ট, ১৮৯৫-৫ই নভেম্বর, ১৯৭৪) বাঙালি অভিনেতা।
অভিনীত চলচ্চিত্র ও নাটক
চলচ্চিত্র:
তটিনীর বিচার
রাজনর্তকী
সোনার সংসার
শেষ উত্তর
নাটক:
কর্ণার্জুন
অশোক
মিশরকুমারী
সাজাহান
চন্দ্রগুপ্ত
সম্মাননা
১৯৫৮-তে ‘সঙ্গীত নাটক আকাদেমি’ কর্তৃক পুরস্কৃত হন।
১৯৬৭-তে ‘রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়’ হতে ডি-লিট উপাধি গ্রহণ করেন।
১৯৭২-এ নাট্য শতবার্ষিকী উৎসবে স্টার থিয়েটার পদক লাভ করেন।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘গিরিশ অধ্যাপক’ হিসেবে বক্তৃতা প্রদান করেন।
সূত্রঃ ৪
Leave a Reply