অসিতবরণ মুখোপাধ্যায় (১৯১৬ (১৯১৫?) – ২৭শে নভেম্বর, ১৯৮৪) চলচ্চিত্ৰ-জগতে খ্যাতনামা গায়ক নায়ক। একসময় তবলাবাদক হিসাবে কলিকাতা বেতারে এবং পরে গ্রামোফোন কোম্পানিতে চাকরি করেন। নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে তার তবলা-বাজনা শুনে পাহাড়ী সান্যাল তার সঙ্গে আলাপ করে তাকে নিউ থিয়েটার্সে নিয়ে আসেন অভিনয়ের জন্য। তার আগেই তবলা-বাজনা নিয়ে চিত্রজগতের সঙ্গে তাঁর সম্পর্কের সূচনা হয়েছিল। প্রথম নায়ক হিসাবে অভিনয় করেন ‘কাশীনাথ’ ছবিতে। হিন্দী ‘পরিণীতা’ ছবি থেকে নায়ক হিসাবে তিনি সর্বভারতীয় স্বীকৃতি পান, আর সারা ভারতে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ‘ওয়াপস’ ছবি থেকে। ওই ছবিতে তার গাওয়া ‘হাম কোচোয়ান, হাম কোচোয়ান’ গানটি তাকে রাতারাতি বিখ্যাত করে দেয়। প্ৰায় শাখানেক ছবিতে অভিনয় করেছেন। মঞ্চাভিনেতা হিসাবেও খ্যাতি ছিল। ফিল্ম জগতে তার ডাকনাম ছিল ‘কালোদা’। ‘রসরঙ্গ’ নামে একটি দল তৈরি করেছিলেন। এই দলের মাধ্যমে তিনি ঠাকুরের কথকতা পরিবেশন করতেন। মাত্র চার বছরের মধ্যে পর পর তিনটি সুপারহিট ছবিতে অসাধারণ গান গেয়ে শ্ৰোতা-দর্শকদের মুগ্ধ করার বিরল নজির তিনি স্থাপন করেছিলেন।
পূর্ববর্তী:
« অসিতকুমার হালদার
« অসিতকুমার হালদার
পরবর্তী:
অসিতরঞ্জন ভট্টাচাৰ্য »
অসিতরঞ্জন ভট্টাচাৰ্য »
Leave a Reply