অনিল চট্টোপাধ্যায় (জন্ম ১৯২৮) একজন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা । তিনি সত্যজিৎ রায়, তপন সিংহ এবং ঋত্বিক ঘটকের মত খ্যাতনামা বাঙালি পরিচালকদের সাথে কাজ করেছেন । তিনি কিছু হিন্দি ছবিতেও কাজ করেছেন ।
অভিনীত ছবি
নাগরিক (চলচ্চিত্র) (১৯৫২)
যোগ বিয়োগ (চলচ্চিত্র) (১৯৫৩)
সাজঘর (১৯৫৫)
অসবর্ণ (১৯৫৬)
উল্কা (চলচ্চিত্র) (১৯৫৭)
পুর্ণমিলন (১৯৫৭)
অযান্ত্রিক (চলচ্চিত্র) (১৯৫৮)
রাজলক্ষ্মী ও শ্রীকান্তু (চলচ্চিত্র) (১৯৫৮)
মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)
দীপ জ্বেলে যাই (১৯৫৯)
মেঘে ঢাকা তারা (১৯৬০)
দেবী (চলচ্চিত্র) (১৯৬০)
তিন কন্যা (চলচ্চিত্র) (১৯৬১)
কোমল গান্ধার (১৯৬১)
রক্ত পলাশ, (১৯৬২)
কাঞ্চনজঙ্ঘা (চলচ্চিত্র) (১৯৬২)
বন্ধন (১৯৬২)
নির্জন সৈকতে (১৯৬৩)
মহানগর (চলচ্চিত্র) (১৯৬৩)
জতুগৃহ (১৯৬৪)
অশান্ত ঘূর্ণি (১৯৬৪)
সন্ধ্যা দীপের শিখা (১৯৬৪)
জায়া (চলচ্চিত্র)(১৯৬৫)
ফারার (১৯৬৫)
সন্নাটা (১৯৬৬)
মহাশ্বেতা (১৯৬৭)
পঞ্চশর (১৯৬৮)
সমান্তরাল (চলচ্চিত্র) (১৯৭০)
সাগিনা মাহাতো (১৯৭০)
খুঁজে বেড়াই (১৯৭১)
বন পলাশীর পদাবলী (১৯৭৩)
সাগিনা (১৯৭৪)
ছন্দপতন (১৯৭৪)
অমানুষ (চলচ্চিত্র) (১৯৭৫)
টুসি (১৯৭৮)
হীরে মানিক (১৯৭৯)
চোখ (চলচ্চিত্র) (১৯৮৩)
পরমা (১৯৮৪)
পার (১৯৮৪)
আনকহি (১৯৮৫)
আজ কা রবিনহুড (১৯৮৭)
এক দিন অচানক (১৯৮৯)
Leave a Reply