অজিতেশ বন্দ্যোপাধ্যায় (সেপ্টেম্বর ৩০, ১৯৩৩- অক্টোবর ১৪, ১৯৮৩) বাঙালি নাট্যকার এবং অভিনেতা। মানভূম জেলার রোপো গ্রামে জন্মগ্রহণ করেন, কলকাতায় মৃত্যুবরণ করেন।
অবদান
১৯৬৫ সালে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। বাংলা ও হিন্দী মিলিয়ে মোট ৬৩টি চলচ্চিত্রে অভিনয় করেন। প্রায় ৪০টি নাটকে নির্দেশক বা অভিনয় অথবা উভয় ক্ষেত্রে অংশগ্রহণ করেন। ‘তিন পয়সার পালা’ নাটকে নির্দেশনা ও সংগীত পরিচালনার জন্য তিনি সুনাম অর্জন করেন। ‘সেতু বন্ধন’, ‘সওদাগরের নৌকা’ তার রচিত নাটক।
মোঃ ইমরান হোসেন, প্রভাষক, থিয়েটার স্টাডিজ বিভাগ, কক্সবাজার সিটি কলেজ।
সওদাগরের নৌকা, অজিতেশ বন্দোপাধ্যয় এই বইটা বা পিডিএফ টা পেলে খুব উপকৃত হব।