অমলেন্দু বিশ্বাস (১৯২৫- ১৩ই অক্টোবর, ১৯৮৭) মাণিকগঞ্জ—ঢাকা (বাংলাদেশ)। পিতার কর্মক্ষেত্র বর্মীয় জন্ম। যাত্ৰাভিনেতা ও পরিচালক। বি.এ. পাশ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ব্রিটিশ ভারতীয় বিমান বাহিনীতে চাকরি নেন। যুদ্ধ শেষে কিছুকাল রেলওয়ে বিভাগে কাজ করে ‘বাবুল অপেরা’য় অভিনয়ে যোগ দেন। প্ৰায় পাঁচিশ বছর বিভিন্ন যাত্ৰাদলে অভিনেতা ও নির্দেশক হিসাবে কাটিয়ে ‘চারণিক যাত্রাদল’ নামে সংস্থা প্রতিষ্ঠা করেন। যাত্ৰাভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাসের সঙ্গে ১৯৬১ খ্রি. তার বিবাহ হয়। ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের সদস্য ছিলেন। যাত্রায় তার অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে তিনি পুরস্কৃত হন।
পূর্ববর্তী:
« অমলেন্দু দাশগুপ্ত
« অমলেন্দু দাশগুপ্ত
পরবর্তী:
অমিতাভ ঘোষ »
অমিতাভ ঘোষ »
Leave a Reply