আবুল বরকত / Abul Barkat (জুন ১৩, ১৯২৭ – ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২) মহান ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। তাঁর শহীদস্মৃতি পরবর্তীকালে বাঙালি জাতিকে জাতীয় চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এ চেতনার বলেই ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
জন্মস্থানঃ বাবলা গ্রাম, ভরতপুর, মুর্শিদাবাদ।
আবুল বরকতের পিতার নাম মরহুম শামসুদ্দিন। বরকত স্থানীয় তালিবপুর হাইস্কুল থেকে ১৯৪৫-এ মেট্রিক এবং বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে ১৯৪৭-এ আই.এ পাস করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮-এ মুর্শিদাবাদ ত্যাগ করে ঢাকায় চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫১-তে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেনীতে চতুর্থ হয়ে বি.এ. অনার্স পাস করেন। অতঃপর স্নাতোকোত্তর শ্রেনীতে ভর্তি হন। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখের রাস্তায় ১৪৪ ধারা ভেঙ্গে বিক্ষোভ প্রদর্শনরত ছাত্র-জনতার উপর পুলিশ গুলি চালালে হোস্টেলের ১২ নম্বর শেডের বারান্দায় গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি অবস্থায় রাত আটটার দিকে মৃত্যুবরণ করেন।
[উত্সঃ ৪]
Leave a Reply