১৯৭১-এর ঢাকার একটি পরিচচিত নাম নাদের৷ স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছেন তিনি এবং তাঁর ভাই হারুন৷ ২৫ মার্চের কালো রাতে ঢাকার বুকে বর্বর পাকবাহিনী যখন হত্যার তান্ডবে মেতে উঠেছিল তখন নাদেরই প্রথম গেরিলা কায়দায় তার প্রতিরোধ গড়ে তুলেছিলেন৷ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে পাকবাহিনীর উপর প্রথম গুলিটা তিনিই করেছিলেন।
নাদেরের ভালো নাম ইব্রাহিম৷ তবে এলাকায় নাদের বা নাদেরা নামেই সবাই চিনত৷ তখন জগন্নাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বাবা হাসান আলী ছিলেন ব্যবসায়ী৷ দশ ভাইবোনের মধ্যে নাদের ছিলেন বড়।
চলচ্চিত্র অভিনেতা ফারুক তাঁর ছোটবেলার বন্ধু।
[সুত্রঃ দৈনিক প্রথম আলো, ২০০৬.১২.১৫]
Leave a Reply