নাজমা আনোয়ার (Nazma Anowar) (ডিসেম্বর ১৪, ২০০৪ – জুন ২৮, ১৯৪১)
বাংলাদেশ মঞ্চ, টেলিভিশন ও চলচিত্রের জনপ্রিয় অভিনেত্রী।
১৯৪১ সালের ২৮ জুন বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি অনেক নাটক ও চলচিত্রে অভিনয় করেছেন৷ নাজমা আনোয়ার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘করিমন বেওয়া’, ‘সংসার সখী’, ‘কোথাও কেউ নেই’, ‘প্যাকেজ সংবাদ’ প্রভৄতি৷ তিনি দীর্ঘদিন আরণ্যক নাটকদলে কাজ করেছেন৷ নিয়মিত না হলেও সুস্থ ধারার বেশ কয়েকটি চলচিত্রে অভিনয় করেছেন৷ এর মধ্যে রয়েছে ‘সূর্য দীঘল বাড়ি’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘জয়যাত্রা’, ‘শঙ্খনাদ’ প্রভৃতি৷
২০০৪ সালের ১৪ ডিসেম্বর রাত সোয়া ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply