ইসলাম উদ্দিন (Islam Uddin) (আগস্ট ০২, ১৯৬৯ – )
ইসলাম উদ্দিনের জন্ম ১৯৬৯ সালের ২ আগস্ট, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ গ্রামে।
বাংলাদেশের পালাকারেদর মধ্যে ইসলাম উদ্দিন-ই সম্ভবত প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি যুক্ত হন। ময়মনিসংহ অঞ্চলের এই পালাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রশিক্ষক। তার সব থেকে জনপ্রিয় কেচ্চা-পালা কমলারানীর সাগরিদিঘি নিয়েই বাংলাদেশের নাট্যাঙ্গনে একটি নবযাত্রার সূচনা করে নাট্যকলা ও সংগীত বিভাগ৷ নাটকটি তারা ভারতের জাতীয় নাট্যশিক্ষা প্রতিষ্ঠান দিল্লির এনএসিড এবং অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবেশন করেন৷ নিজস্ব বাদ্যযন্ত্রী ও দোহারদের নিয়ে ইসলাম উদ্দিন নিজেও একবার রাষ্ট্রীয়ভাবে লন্ডনে তার কেচ্চা-পালা পরিবেশন করে এসেছেন৷
[উত্সঃ ৬]
Leave a Reply