ঊর্মিলা দেবী (Urmila Devi) (১৮৮৩.০২.০৩-১৯৫৬)।
ঊর্মিলা দেবী ১৮৮৩ খ্রী. ৩রা ফেব্রুয়ারী ঢাকা জেলার তেরিলবাগে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভুবনমোহন দাস। স্বামীর নাম অনন্তনারায়ণ সেন। ঊর্মিলা দেবী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন।
১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলনে যে প্রথম তিনজন মহিলা আইন অমান্য করেছিলেন, ঊর্মিলা দেবী ছিলেন তাদেরই একজন। তিনি কলিকাতা ‘নারী সত্যাগ্রহ সমিতি’র সভানেত্রী এবং ‘নারী-কর্মমন্দির’ সংস্থার প্রতিষ্ঠাত্রী ছিলেন। ‘নারায়ণ’ পত্রিকাত নিয়মিত লেখা-লেখি করতেন। তার প্রকাশিত সাহিত্যগ্রন্থ ‘পুষ্পহার’। এছাড়া মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু প্রমুখদের স্মৃতিকথাও রচনা করেছেন।
[উত্সঃ ১, ২]
Leave a Reply