অকিঞ্চন দাস (Akinchan Das) ছিলেন সহজিয়া সম্প্রদায়-ভুক্ত প্রাচীন কবি।
‘শ্রীচৈতান্যভক্তিরসাত্মিকা’, ‘শ্রীচৈতান্যভক্তিবিলাস’, ‘ভক্তিরসালিকা’, ‘ভক্তিরসচন্দ্রিকা’ প্রভৃতি গ্রন্থসমূহ সম্ভবত ১৭শ শতাব্দীর শেষ ভাগে তিনিই রচনা করেছিলেন। তাছাড়া রামানন্দ রায় রচিত ‘জগন্নাথবল্লভ’-নাটকের বাংলা অনুবাদও তারই কৃত। অকিঞ্চন দাস নামে একজন পদকর্তার কয়েকটি পদও আছে। উভয়ে অভিন্ন কিনা জানা যায় না।
[উত্সঃ ১]
Leave a Reply