ঈশান চন্দ্র ঘোষ, রায়বাহাদুর (Eshan Chandra Ghosh) (ব ১২৬৭-১৩৪২.৭.১১)।
জন্ম বাংলা ১২৬৭ সালে বাংলাদেশের যশোর জেলায়।
অপরের সাহায্যে ও নিজচেষ্টায় বৃত্তিসহ কলেজের শিক্ষা সমাপ্ত করেন। কিছুকাল গৃহশিক্ষকতা ও সংবাদপত্রে রচনাদি লিখে সংসার চালান। ১৮৮৫ খ্রী. সরকারি শিক্ষাবিভাগে যোগ দিয়ে বিভিন্ন স্কুলে প্রধান-শিক্ষকতা করার পর স্কুল ইন্স্পেক্টর হন। সংস্কৃত, ইংরেজী ও দর্শনশাস্ত্রে অসাধারণ পান্ডিত্য ছিল। কয়েকটি স্কুলপাঠ্য পুস্তক লিখলেও তাঁর লেখক-খ্যাতি পালি থেকে ‘বৌদ্ধ-জাতক’-এর অনুবাদক হিসাবে। বৃদ্ধ বয়সে পালি ভাষা শিখে একক চেষ্টায় ১৬ বছরে এই কাজ শেষ করেন। অনেকগুলি ব্যবসায়-প্রতিষ্ঠানের পরামর্শদাতা এবং কয়েকটির পরিচালক ছিলেন। বিভিন্ন জনহিতকর কাজে বহু আর্থ দান করেন। মাতা ও পিতার স্মৃতি রক্ষায় দাতব্য চিকিত্সালয় প্রতিষ্ঠা, পুষ্করিনী খনন এবং রাস্তা ও মন্দির নির্মাণ করেন। যাদবপুর ও কসৌলী যক্ষ্মা হাসপাতালে অর্থদান করেছিলেন।
ইংরেজী সাহিত্যের খ্যাতিনামা অধ্যাপক প্রফুল্ল চন্দ্র তাঁর জ্যৈষ্ঠপুত্র।
[উত্সঃ ১]
Leave a Reply