অকিঞ্চন (Akinchan) (১৭৫০-১৮৩৬)
জন্ম ১৭৫০ সালে।
চুপি, বর্ধমান।
ব্রজকিশোর রায় (বর্ধমানরাজের দেওয়ান)। প্রকৃত নাম রঘুনাথ রায়। আকিঞ্চন-ভণিতায় তাঁর বহু উত্কৃষ্ট শ্যামাসঙ্গীত ও কৃষ্ণ-বিষয়ক গান পাওয়া যায়। দিল্লীর বিখ্যাত ওস্তাদের কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন। সংস্কৃত ও ফারসি ভাষায় অগাধ পান্ডিত্য ছিল। তিনি পরমার্থ-চিন্তায় বর্ধমানরাজের দেওয়ানী ত্যাগ করেন।
[উত্সঃ ১]
Leave a Reply