অক্ষয়–মন্দোদরীর গর্ভজাত রাবণের পুত্র। হনুমান সীতাকে অন্বেষণ করবার জন্য লঙ্কায় প্ৰবেশ করে সীতার সঙ্গে পরিচিত হন। পরে সীতার কাছ থেকে অভিজ্ঞান গ্ৰহণ করে ফিরবার সময় অশোকবন বিনষ্ট করেন। তখন রাবণ হনুমানকে দমন করবার জন্য পাঁচজন সেনাপতিকে প্রেরণ করেন। তাঁরা সকলেই হনুমানের হন্তে নিহত হলে রাবণ পুত্র অক্ষয়কে হনুমানের সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রেরণ করেন। অক্ষয়ও হনুমানের হস্তে নিহত হন।
পূর্ববর্তী:
« অক্ষপাদ
« অক্ষপাদ
পরবর্তী:
অক্ষয়তৃতীয়া »
অক্ষয়তৃতীয়া »
Leave a Reply