অক্ষপাদ–বিখ্যাত দার্শনিক ঋষি। এঁর প্রকৃত নাম গৌতম। ব্যাসদেব গৌতম-লিখিত ন্যায়শাস্ত্রের নিন্দা করলে গৌতম ব্যাসের মুখদর্শন করবেন না বলে প্ৰতিজ্ঞা করেন। ব্যাসদেব ক্ষমা প্রার্থনা করলে গৌতম প্ৰসন্ন হন, কিন্তু প্ৰতিজ্ঞাভঙ্গের ভয়ে চক্ষুদ্বারা দর্শন না করে নিজের চরণের উপর চক্ষু সৃষ্টি করে ব্যাসের মুখদর্শন করেন। সেই হতে গৌতম অক্ষপাদ নামে খ্যাত।
পূর্ববর্তী:
« অক্ষক্রীড়া
« অক্ষক্রীড়া
পরবর্তী:
অক্ষয় »
অক্ষয় »
Leave a Reply