অক্ষক্রীড়া–পাশা খেলা। হিন্দুশাস্ত্রে দূতক্রীড়া নিষেধ আছে। মনুসংহিতার নবম অধ্যায়ে আছে–রাজা নিজ রাজ্য হতে দূত ও সমাহবায় ক্রীড়া নিবারণ করবেন। এই দুই খেলা রাজাদের রাজ্যনাশের কারণ। নলরাজ ও যুধিষ্ঠির পাশা খেলে সর্বস্বান্ত হয়েছিলেন। ব্ৰহ্মপুরাণে কথিত আছে, মহাদেব এই খেলার সৃষ্টি করেন। তিনি পাৰ্বতীর সঙ্গে এই খেলা খেলতেন।
Leave a Reply