স্বেদ [ sbēda ] বি. 1 ঘর্ম, ঘাম; 2 বাষ্প; 3 তাপ।
[সং. √ স্বিদ্ + অ]।
স্বেদজ বিণ. স্বেদ থেকে উত্পন্ন।
স্বেদজল, স্বেদবারি বি. ঘাম।
স্বেদন বি. ঘামের উত্পত্তি বা নিঃসারণ; সেক বা ভাপ দেওয়া।
স্বেদস্রুতি, স্বেদস্রাব বি. ঘাম বেরোনো বা ঘাম করা।
স্বেদাক্ত, স্বেদাপ্লুত বিণ. ঘর্মাক্ত।
Leave a Reply