স্বাস্থ্য [ sbāshya ] বি. 1 সুস্থতা, রোগহীনতা, শরীরের সুস্থ অবস্হা (স্বাস্থ্যের প্রয়োজনে খাদ্য, স্বাস্থ্যবর্ধক); 2 সুখ, স্বস্তি; 3 (বাং.) শরীরের অবস্থা (তোমার স্বাস্থ্য কেমন? স্বাস্থ্যের কারণে পদত্যাগ)।
[সং. স্বস্থ + য]।
স্বাস্থ্যকর, স্বাস্থ্যপদ বিণ. 1 শারীরিক সুস্হতাবিধায়ক; 2 দৈহিক পুষ্টিবর্ধক।
স্বাস্থ্যনাশ, স্বাস্থ্যভঙ্গ, স্বাস্থ্যহানি বি. শরীর নষ্ট হওয়া, অসুস্হতা।
স্বাস্থ্যপালন বি. 1 স্বাস্থ্যরক্ষা; 2 স্বাস্থ্যরক্ষার জন্য বিধিনিয়ম পালন।
স্বাস্থ্যরক্ষা বি. শরীরের সুস্হতা বজায় রাখা।
স্বাস্থ্যহীন বিণ. রুগ্ন, অসুস্হ।
স্বাস্থ্যোদ্ধার বি. রোগাদিতে নষ্ট স্বাস্থ্যের পুনরুদ্ধার; শরীর ভালো করা।
Leave a Reply