স্বস্তিক [ sbastika ] বি. 1 মাঙ্গলিক বজ্রচিহ্নবিশেষ; 2 পিটুলিনির্মিত মাঙ্গল্য দ্রব্যবিশেষ, শ্রী; 2 যোগের আসনবিশেষ; 3 সামনে বারন্দাযুক্ত বা চাঁদনিযুক্ত প্রাসাদ; 4 চতুষ্পথ, চৌরাস্তা; 5 চারটি চতুষ্পথযুক্ত নগরবিশেষ।
[সং. স্বস্তি + ক]।
স্বস্তিকা বি. মঙ্গলের প্রতীক প্রায় ক্রুশাকার চিহ্নবিশেষ।
স্বস্তিকাসন বি. যোগসাধনের আসনবিশেষ।
Leave a Reply