স্বস্তি [ sbasti ] অব্য. বি.
1 মঙ্গল হোক বা পাপা দূর হোক; এই আশীর্বাদ; আশীর্বচনযুক্ত মন্ত্র (স্বাস্তিপাঠ);
2 শুভ, মঙ্গল; সন্তোষ।
☐ বি. নির্ঝঞ্ঝাট অবস্হা, উদ্বেগহীনতা, আরাম (সুখের চেয়ে স্বস্তি ভালো, স্বস্তির নিশ্বাস, স্বস্তিতে ঘুমানো)।
[সং. সু + √ অস্ + তি]।
স্বস্তিবচন বি. মঙ্গলকর্মারম্ভে মঙ্গলকথন বা স্বস্তি-শব্দের উচ্চারণ।
স্বস্তিমুখ বি. (স্বস্তিবচন পাঠ করে বলে) ব্রাহ্মণ।
সুখের চেয়ে স্বস্তি ভালো – উদ্বেগপূর্ণ সচ্ছল অবস্হা অপেক্ষা নির্ঝঞ্ঝাট দরিদ্রজীবন ভালো।
Leave a Reply