স্বয়ং [ sbaẏa ] (-য়ম্) অব্য. আপনি, নিজে।
[সং. সু + √ ই বা √ অয়্ + অম্]।
স্বয়ংকৃত, (বিরল) স্বয়ঙ্কৃত বিণ. নিজ দ্বারা কৃত, স্বকৃত।
স্বয়ংপ্রকাশ বিণ. (পরের সাহায্য ব্যতীত) নিজে নিজেই প্রকাশিত, নিজ শক্তিবলে প্রকাশিত।
স্বয়ংপ্রধান বিণ. পরের দ্বারা প্রাধান্যদানের অপেক্ষা না রেখেই নিজেকে প্রধান বলে জাহির করে এমন।
স্বয়ংপ্রভ বিণ. স্বীয় জ্যোতিতে দীপ্তিশীল।
স্ত্রী. স্বয়ংপ্রভা।
স্বয়ংবর, (অশু.) স্বয়ম্বর বি. আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্য থেকে স্বয়ং কন্যা কর্তৃক পতি নির্বাচন (স্বয়ংবর-সভা)।
স্বয়ংবরা, (অশু.) স্বয়ম্বরা বিণ. বি. (স্ত্রী.) যে কন্যা নিজেই পতি নির্বাচন করে।
স্বয়ংসিদ্ধ বিণ. গুরু বা অন্য কারও শিক্ষা ব্যতিরেকে কেবল স্বীয় চেষ্টাদ্বারাই সিদ্ধিলাভকারী; স্বতঃসিদ্ধ।
Leave a Reply