স্বত্ব [ sbatba ] বি. ধনসম্পত্তি ব্যবসায় প্রভৃতিতে অধিকার, মালিকানা (জমির স্বত্ব)।
[সং. স্ব + ত্ব]।
স্বত্বভোগী ( গিন্) বিণ. অধিকার ভোগ করে এমন।
স্বত্বাধিকার বি. স্বামিত্বের বা মালিকানার ন্যায়সংগত অধিকার।
স্বত্বাধিকারী (-রিন্) বিণ. মালিক।
স্ত্রী. স্বত্বাধিকারিণী।
Leave a Reply