স্পষ্ট [ spaṣṭa ] বিণ. 1 পরিস্ফুট, ব্যক্ত, প্রকাশিত (স্পষ্ট হওয়া); 2 বিশদ (স্পষ্ট করে বলা); 3 কিছু গোপন নেই এমন, খোলাখুলি (স্পষ্ট কথা)।
☐ ক্রি-বিণ. 1 পরিস্ফুটভাবে, বিশদভাবে (স্পষ্ট জানা বা শোনা বা দেখা); 2 খোলাখুলি ভাবে (স্পষ্ট বলে দিয়ো)।
[সং. √ স্পশ্ + ত]।
স্পষ্টত, (বর্জি.) স্পষ্টতঃ অব্য. স্পষ্টই বোঝা যায়।
বি. স্পষ্টতা।
স্পষ্টবক্তা (ক্তৃ), স্পষ্টবাদী (দিন্), স্পষ্টভাষী (-ষিন্) বিণ. যে-ব্যক্তি মনের ভাব গোপন না করে খোলাখুলি বলে, মুখফোড়।
স্ত্রী. স্পষ্টবাদিনী, স্পষ্টভাষিণী।
বি. স্পষ্টবাদিতা, স্পষ্টভাষিতা।
স্পষ্টাক্ষরে ক্রি-বিণ. সহজবোধ্য অক্ষরে; (আল.) স্পষ্টভাবে।
স্পষ্টাস্পষ্টি বিণ. অতিশয় স্পষ্ট; খোলাখুলি (স্পষ্টাস্পষ্টি কথা)।
☐ ক্রি-বিণ. খোলাখুলিভাবে, স্পষ্ট করে (স্পষ্টাস্পষ্টি বলা)।
স্পষ্টীকৃত বিণ. স্পষ্ট করা হয়েছে এমন।
স্পষ্টাচ্চারণ বি. স্পষ্টভাবে উচ্চারণ করা বা বলা।
Leave a Reply