স্নেহ [ snēha ] বি. 1 বাত্সল্য; 2 ভালোবাসা, প্রীতি, প্রেম; 3 তেল, ঘি এবং ওই জাতীয় পদার্থ।
[সং. √ স্নিহ্ + অ]।
স্নেহপদার্থ বি. তৈলাদি পদার্থ।
স্নেহপুত্তলি বি. অত্যধিক স্নেহপাত্র।
স্নেহালিঙ্গন বি. স্নেহভরে আলিঙ্গন।
স্নেহাশিস, স্নেহাশীর্বাদ বি. স্নেহযুক্ত আশীর্বাদ।
স্নেহী (-হিন্) বিণ. স্নেহময়; তৈলাদিযুক্ত।
Leave a Reply