স্নায়ু [ snāẏu ] বি. 1 দেহের অস্হিবন্ধনী বা পেশিবন্ধনী, sinew; 2 (অশু.) দেহব্যাপী সূত্রবত্ সূক্ষ্ম নাড়ি, nerve (স্নায়ুবিকার)।
[সং. √ স্না + উ]।
স্নায়ুযুদ্ধ বি. ক্রমাগত ভীতিপ্রদর্শন গুজব-প্রচার আতঙ্কসৃষ্টি প্রভৃতির দ্বারা প্রতিপক্ষের মনোবলহরণ, war of nerves.
স্নায়ুশূল বি. স্নায়ুর বেদনা বা প্রদাহ।
স্নায়বিক, স্নায়বীয় বিণ. স্নায়ুসম্বন্ধীয় (স্নায়বিক উত্তেজনা)।
স্নায়ুদৌর্বল্য, স্নায়বিক দৌর্বল্য বি. স্নায়ুর দুর্বলতারূপ রোগবিশেষ, nervous debility.
Leave a Reply