স্নান [ snāna ] বি. সর্বাঙ্গ প্রক্ষালন বা ধৌত করা, অবগাহন, নাওয়া।
[সং. √ স্না + অন]।
স্নানযাত্রা বি. জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানোত্সব।
স্নানাগার বি. স্নানের ঘর; bathroom; জনসাধারণের জন্য পরিবেষ্টিত স্নানের জায়গা, hamam.
স্নানীয়, স্নানোদক বি. স্নানের জল।
স্নায়ী (-য়িন্) বিণ. স্নানকারী (নিত্যস্নায়ী)।
Leave a Reply