স্নাত [ snāta ] বিণ. স্হান করেছে এমন।
[সং. √ স্না + ত]।
স্ত্রী. স্নাতা।
স্নাতক বি. 1 যে-শিষ্য গুরুগৃহে বিদ্যাশিক্ষান্তে ব্রহ্মচর্য সমাপ্তিসূচক স্নান করেছে; 2 বিশ্ববিদ্যালয়ের বি এ ডিগ্রিপ্রাপ্ত, graduate; 3 স্নানকারী বা স্নানার্থী লোক (‘সরোবরে স্নাতক দেখি না’: ব. চ.)।
স্নাতকোত্তর বিণ. গ্রাজুয়েট হবার পরবর্তী, post-graduate.
স্নাতানুলিপ্ত বিণ. স্নানাস্তে অঙ্গে চন্দনাদি মেখেছে এমন।
Leave a Reply