স্থূল [ shūla ] বিণ. 1 মোটা (স্থূলকায়, স্থূলোদর); 2 চ্যাপটা (স্থূলনাসিকা); 3 পুরু (স্থূলচর্ম); 4 জড়তাযুক্ত, অতীক্ষ্ণ (স্থূলবুদ্ধি); 5 অসূক্ষ্ম (স্থূল গণনা, স্থূল কথা); 6 ইন্দ্রিয়গ্রাহ্য (স্থূল বস্তুজগত্)।
[সং. √ স্থূল্ + অ]।
বি. স্থূলতা, স্থূলত্ব।
স্থূলকোণ বি. (জ্যামি.) এক সমকোণ অপেক্ষা বড়ো কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোটো কোণ, obtuse angle.
স্থূলদর্শী (-র্শিন্) বিণ. অগভীর দৃষ্টিবিশিষ্ট; মোটাবুদ্ধি।
স্থূলদৃষ্টি বি. অসূক্ষ্ম দৃষ্টি, সাধারণ দৃষ্টি।
☐ বিণ. সূক্ষ্মভাবে দেখে না এমন।
স্থূলান্ত্র বি. স্থূল মল নিঃসারণনালি, large intestine.
স্থূলোদর বিণ. পেটমোটা, নাদাপেটা, ভুঁড়ো।
Leave a Reply